Thursday, March 15, 2012

17th BCS Preliminary Question

1.  ল্যাপটপ হলো এক ধরনের- 
      পর্বাতারোহন সামগ্রী
      ছোট কুকুর 
      বাদ্য যন্ত্র
      ছোট কম্পিউটার
2.  বাংলাদেশের পাহারশ্রেনীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে? 
      প্লাইসটোনিস যুগের
      টারশিয়ারী যুগের
      মায়োসিন যুগের
      ডেবোনিয়ান যুগের
3.  বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- 
      তেতু্লিয়া
      পঞ্চগড়
      বাংলাবান্ধা
      নকশালবাড়ী
4.  সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে- 
      একটি খেলার মাঠ
      একটি প্লাবন ভূমির নাম
      বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম
      ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
5.  ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছেন তার নাম- 
      রাজা ত্রিদিব রায়
      রাজা ত্রিভুবন চাকমা
      জুম্মা খান
      জান বখস খাঁ
6.   
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
7.  দুটি লম্বালম্বি শক্তির পরিমান ৫N ও ৮N, তাদের লব্ধি বলের পরিমান কত? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
8.  The best passive from of the sentence :'We don't like idle people'- 
      We are not liked by idle people
      Idle people are not like us
      Idle people are not liked by us
      Idle people are not of our liking
9.  The correct sentence of the followings- 
      The Nile is longest river in Africa
      The Nile is longest river in the Africa
      Nile is longest river in Africa
      The Nile is the longest river in Africa
10.  একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের তিনগুন।টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুন বড় হবে? 
      ৩ গুন
      ৪ গুন
      ৫ গুন
      ৮ গুন
11.  নয়া আন্তজার্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারন পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 
      দ্বিতীয়
      তৃতীয়
      পঞ্চম
      ষষ্ঠ
12.  মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- 
      তাজিকিস্তান
      কাজাকিস্তান
      উজবেকিস্তান
      কিরগিজস্তান
13.  জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 
      হারারে ১৯৮৯
      বেলগ্রেড ১৯৬১
      হাভানা ১৯৭৩
      কায়রো ১৯৭০
14.  ১৭৩২ সালে বিশ্বের প্রচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম ও রেস্তোরার নাম- 
      ইটালীর মিলান শহর- মালদিনীয়ানি
      জার্মানীর হামবুর্গ শহর- ক্যাসানোভা
      স্পেনের মাদ্রিজ শহর- কাসা বোতিল
      ফ্রান্সের টুলোন শহর লাফ্রাঁন্সে
15.  আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়- 
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
      কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
      কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রন
      কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন 

No comments:

Post a Comment

Thanks for visiting.