Thursday, March 15, 2012

17th BCS Preliminary Question

16.  বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- 
      ১ মিটার 
      ১০ মিটার
      ১৫ মিটার
      ১৯ মিটার
17.  বাংলাভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিস্কারক- 
      ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
      ডক্টর সুনিতিকুমার চট্টোপাধ্যয়
      হরপ্রসাদ শাস্ত্রী
      ডক্টর সুকুমার সেন
18.  হিন্দী পদুমাবৎ’-এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা- 
      দৌলত উজির বাহরাম খান
      সৈয়দ সুলতান
      আব্দুল করিম সাহিত্য বিশারদ
      আলাওল
19.  তত্ত্বাবোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়? 
      ১৮৪১ সালে
      ১৮৪২ সালে
      ১৮৫০ সালে
      ১৮৪৩ সালে
20.  উপসর্গে সংঙ্গে প্রত্যয়ের পার্থক্য 
      অব্যয় ও শব্দাংশ
      নতুন শব্দ গঠনে
      উপসর্গ থাকে সামনে ও প্রত্যয় থাকে পিছনে
      ভিন্ন অর্থ প্রকাশে
21.  যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- 
      স্বরবৃত্ত
      পিয়ার 
      মাত্রাবৃত্ত
      অক্ষরবৃত্ত
22.  The antonym for Inimical' - 
      Friendly
      Hostile
      Indifferent
      Angry
23.  টুথপেস্টের প্রধান উপাদান- 
      জেলী ও মসলা
      ভোজ্য তেল ও সোডা
      সাবান ও পাউডার
      ফ্লোরাইড ও ক্লোরাইড
24.  পানির যে ছোট ফোটা পানির যে গুনের জন্য গোলাকৃতির হয়- 
      সান্দতা
      স্তিতিস্থাপকতা
      প্লাবতা
      পৃষ্ঠটান
25.  মুক্তা হল ঝিনুকের- 
      খোলসের টুকরা
      চোখের মনি
      প্রদাহের ফল
      জমাট হরমন
26.  ১৯৯৪ সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতি বার হলে, ১৯৯৫ সালের ঐ হবে- 
      বৃহস্পতিবার
      শুক্রবার 
      শনিবার
      রবিবার
27.  একটি ত্রিভূজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ।ত্রিভূজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? 
      ১০ গজ
      ১২ গজ
      ১৪ গজ
      ৭ গজ
28.  x-[x-(x+1)}] এর মান কত? 
      X+1
      1
      -1
      x-1
29.  ঢাকা ও চট্টোগ্রাম এই দুই রেলস্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশনের থেকে অন্য স্টেশনে যাত্রা করে।সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তাব্যস্থলে পৌছাতে প্রতেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে।এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? 
      ৮
      ১০
      ১১
      ১২
30.  AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গানিতিক বাক্যটি সঠিক হবে? 
      < AOD = < BOC
      < AOD = < BOD
      < BOC = < AOC
      < AOD = < OBC 

No comments:

Post a Comment

Thanks for visiting.