Thursday, March 15, 2012

19th BCS Preliminary Question

1.  রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো- 
      নীললোহিত
      পরসুমার
      ভানুসিংহ ঠাকুর
      গাজী মিয়া
32.  দি লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা? 
      রফিকুল ইসলাম
      রশিদ করিম
      মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
      কর্নেল সিদ্দিক মালিক
33.  বাগের হাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 
      আশি
      সাতাশি
      একাশি
      ষাট
34.  স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কত গুলো সেক্টরে বিভক্ত ছিল? 
      ১৯ টি
      ৯ টি
      ১১ টি
      ১২ টি
35.  বাংলাদেশের জাতীয় পাখী- 
      ময়না 
      কাক
      শালিক
      দোয়েল
36.  রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত? 
      পললগঠিত সমভূমি
      বরেন্দ্রভূমি
      উত্তর বঙ্গ
      মহাস্থানগড়
37.  বাংলাদেশের বনাঞ্চলের পরিমান মোট ভূমির কত শতাংশ? 
      ১৯ শতাংশ
      ১২ শতাংশ
      ৯ শতাংশ
      ১৬ শতাংশ
38.  বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য- 
      ৪.৮ কি. মি
      ৭.২ কি. মি
      ৬.২ কি. মি
      ৬ কি. মি
39.  বাংলাদেশের নৌ-বাহিনীর প্রতীক কি? 
      বলাকা
      শাপলা
      নৌকা
      কাছিবেষ্টিত নোঙ্গর
40.  বাংলাদেশে লোকশিল্প জাদুঘর কোথায়? 
      ময়মনসিংহ
      বগুড়ায়
      সোনাঁরগায়ে
      রাঙামাটিতে
41.  কসোভো কোথায় অবস্থিত? 
      আলবেনিয়ায়
      সার্বিয়ায়
      রুমানিয়ায়
      গ্রীসে
42.  গিন্ডার কোন দেশের মূদ্রার নাম? 
      নরওয়ে
      নেদারল্যান্ড
      পোল্যান্ড
      প্যারাগুয়ে
43.  নেপালের পার্লামেন্টের নাম কি? 
      সিনেট
      পঞ্চায়েট
      পার্লামেন্ট
      মজলিস
44.  ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? 
      গ্রীসে 
      ইতালীতে
      তুরস্কে
      স্পেনে
45.  নাসা” কোন দেশের সংস্থা? 
      জার্মানী
      রাশিয়া
      ফ্রান্স
      যুক্তরাষ্ট্র 

No comments:

Post a Comment

Thanks for visiting.