Thursday, March 15, 2012

19th BCS Preliminary Question

16.  বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ন খনিজ সম্পদ কোনটি? 
      কয়লা
      চুনাপাথর 
      সাদামাটি
      গ্যাস
17.  যুক্তরাষ্ট্রে ক্রীতদাশ প্রথা বিলোপকারী প্রেসিডেন্ডের নাম কি? 
      জর্জ ওয়াসিংটন
      আব্রাহম লিংকন
      রুজভেল্ট
      কেনেডী
18.  বহুমূত্র রোগে কোন হরমনের দরকার? 
      ইনসুলিন
      থাইরক্সিন
      এনড্রোজেন
      এসট্রোজেন
19.  বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 
      ১৬ বছর
      ১৮ বছর
      ২০ বছর
      ২১ বছর
20.  গ্রীন হাউজ ইফেক্টের পরিনতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? 
      উত্তাপ অনেক বেড়ে যাবে
      বৃ্ষ্টিপাত কম হবে
      নিম্ন ভূমি নিমজ্জিত হবে
      সাইক্লোনের প্রবনতা বাড়বে
21.  ওজন স্তরের ফাটলের জন্য মুখ্যত দ্বায়ী কোন গ্যাস? 
      ক্লোরো ফ্লোর কার্বন
      কার্বন মনোঅক্সাইড
      কার্বনডাই অক্সাইড
      মিথেন
22.  কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চলের প্রয়োজন মোট ভূমির- 
      ১৬ শতাংশ
      ২০ শতাংশ
      ২৫ শতাংশ
      ৩০ শতাংশ
23.  বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস? 
      ১৪ ডিসেম্বর
      ১৫ ডিসেম্বর
      ১৬ ডিসেম্বর
      ২১ ডিসেম্বর
24.  মানুষের ক্রমোজমের সংখ্যা কত? 
      ২০ জোড়া
      ২২ জোড়া
      ২৫ জোড়া
      ২৩ জোড়া
25.  উত্তরা গনভবন কোথায় অবস্থিত? 
      নওগা
      নাটোর
      বগুড়া
      রাজশাহী
26.  বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তরগত? 
      অগ্নিবীণা
      বিষের বাঁশী
      দোলন চাঁপা
      বাধঁনহারা
27.  কোন জারক রস পাকিস্থলতে দুগ্ধ জমাট বাধায়? 
      পেপসিন
      এমাইলেজ
      রেনিন
      ট্রিপসিন
28.  ১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট কে পান? 
      রোনাল্ড
      জিদান
      সুকের
      বেবেতো
29.  বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? 
      জেনেভা
      প্যারিস
      লন্ডন
      রোম
30.  আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী’ গানের রচয়িতা কে? 
      আব্দুল গাফফার চৌধুরী
      আলতাফ মাহমুদ
      আব্দুল লতিফ
      আব্দুল আলীম 

No comments:

Post a Comment

Thanks for visiting.