Saturday, March 17, 2012

24th BCS Preliminary Question


1.  আন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-
      ১৯৭২সনের ১২ আগষ্ট
      ১৯২৮ সনের ২৭ আগষ্ট
      ১৯২৮ সনের ৩ নভেম্বর
      ১৯২৯ সনের ৫ জানুয়ারী
2.  যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রনয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশন সমুহ অভিহিত-
      দুটি রেডক্রস কনভেনশন নামে
      তিনটি রেডক্রস কনভেনশন নামে
      চারটি রেডক্রস কনভেনশন নামে
3.  স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত?
      জেনেভায়
      লন্ডনে
      প্যারিসে
      হেগে
4.  মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়?
      ১৯৪৮ সনে
      ১৯৫৫ সনে
      ১৯৬৫ সনে
      ১৯৬৬ সনে
5.  ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
      আদ্দিস আবাবা
      নাইরোবি
      ডাকার
      কায়রো
6.  ডেটন শান্তি’ চুক্তি সাক্ষরিত হয় –
      ১৯৯০ সনে
      ১৯৯১ সনে
      ১৯৯২ সনে
      ১ ডিসেম্বর ১৯৯৫ সনে
7.  কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
      রোম চুক্তি
      ম্যাসট্রিক্ট চুক্তি
      ভিয়েনা কনভেনশন
      ব্রাসেলস কনভেনশন
8.  MIGA কখন গঠিত হয়?
      ১৯৮০ সনে
      ১৯৮২ সনে
      ১৯৮৫ সনে
      ১৯৮৮ সনে
9.  বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
      নিউইয়ক
      টোকিওতে
      শিকাগোতে
      লন্তনে
10.  হ্যারি পটার’ কি?
      এক জাতীয় ধাতব পাত্র
      সাম্প্রতিক কালের সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই
      এক জাতীয় গুচ্ছ বোমা
      এক ধরনের খেলনা
11.  বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
      গ্রীসে
      মেসোপটোমিয়ায়
      রোমে
      ভারতে
12.  ও আই সি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
      বাংলাদেশে
      তুরস্ক
      মরক্কো
      লিবিয়া
13.  বিশ্ব বানিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়?
      নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোর
      ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
      জানুয়ারী ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
      সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
14.  নিকারাগুহার “কন্ট্রা” বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?
      যুক্তরাজ্য
      যুক্তরাষ্ট্র
      কোরিয়া
      কিউবা
15.  ইসরাইল –প্যালেস্টাইন ‘রোডম্যাপ’ কর্মসুচির উদ্দেশ্য কি?
      সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
      দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
      দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বানিজ্য স্থাপন
      দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করন 

No comments:

Post a Comment

Thanks for visiting.