Saturday, March 17, 2012

24th BCS Preliminary Question


16.  নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
      ফ্রান্স
      যুক্তরাজ্য
      রাশিয়া
      দি নেদারল্যান্ডস
17.  ব্রেটন উডস’ ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
      আই এম এফ
      এডিবি
      আইডিবি
      বিশ্বব্যাংক
18.  প্রথম ক্লোন শিশু “ইভ” –এর জন্মতারিখ কি?
      নভেম্বর ২০-২০০২
      ডিসেম্বর ২৬-২০০২
      জানুয়ারী ৭-২০০৩
      মার্চ ২৩-২০০৩
19.  A Long Walk to Freedom বইটির লেখক কে?
      হোসে গুসামাও
      রবার্ট মুগাবে
      নেলসন মেন্ডেলা
      অং সাং সুচি
20.  লাইন অব কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
      ইসরাইল ও জর্ডান
      দক্ষিন কোরিয়া ও উত্তর কোরিয়া
      চীন ও তাইওয়ান
      ভারত ও পাকিস্তান
21.  মস্তিকের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের-
      এক চতুর্থাংশ ধংশ হয়ে গেলে
      অর্ধেক ধংশ হয়ে গেলে
      এক তৃতীয় অংশ বেড়ে গেলে
      এক চতুর্থাংশ বেড়ে গেলে
22.  রাসয়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে –
      প্রচুর পরিমানে অক্সিজেন সরবরাহ করে
      অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
      নাইট্রোজেন সরবরাহ করে
      হাইড্রোজেন সরবরাহ করে
23.  আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
      বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
      অতি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ জনিত দুর্ঘটনা রোধের জন্য
      বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
      বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠোভাবে কাজ করে
24.  পরমানু (Atom) চার্জ নিরপেক্ষ হয় কারন-
      নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
      প্রোটন ও নিউটনের ওজন সমান
      নিউট্রন ও প্রটন নিউক্লিয়াসে থাকে
      ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান
25.  মাইট্রোকন্ডিয়ায় কত ভাগ প্রোটিন?
      ৭০%
      ৭২%
      ৭৩%
      ৮০%
26.  মূল নাই কোন উদ্ভিদে?
      ফনিমনসা
      বিরুৎ
      গুল্ম
      মস
27.  রঙ্গীন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
      মৃদু রঞ্জন রশ্মি
      বিটা রশ্মি
      গামা রশ্মি
      কসমিক রশ্মি
28.  ল্যাপটপ’ কি?
      ছোট কুকুর
      পর্বাতারোহন সামগ্রী
      বাদ্যযন্ত্র
      ছোট কম্পিউটার
29.  এসবেসটস কি?
      অগ্নি নিরোধক খনিজ পদার্থ
      কম ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
      বেশি ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
      এক ধরনের রাসয়নিক পদার্থ
30.  পাহারের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
      বায়ুর চাপ বেশি থাকার কারনে
      বায়ুর চাপ কম থাকার কারনে
      পাহারের উপর বাতাশ কম থাকায়
      পাহারের উপর তাপমাত্রা বেশি থাকায় 

No comments:

Post a Comment

Thanks for visiting.