Friday, June 22, 2012

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস

১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালিত হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল জার্মানি, ইটালি, জাপান, রুমানিয়া। এদের বলা হতো অ্যাকসিস পাওয়ার্স বা অক্ষশক্তি। অপর পক্ষে ছিল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, সোভিয়েত রাশিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে। এদের বলা হতো এলাইস বা মিত্রশক্তি। প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮) সমাপ্তির পর যে ভার্সাই চুক্তি সম্পাদিত হয় তা খুবই অন্যায্য ছিল এবং এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়ায়। জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং তুরস্ক এই পরাজিত দেশগুলোর প্রতি যে ব্যবহার করা হয় তা ছিল খুবই প্রতিহিংসামূলক। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় রাজনীতি থেকে দূরে থাকার যে নীতি আমেরিকা অবলম্বন করে তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। ১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে। এর ফলে ইংল্যান্ড এবং ফ্রান্স তোষণনীতি পরিত্যাগ করতে বাধ্য হয় এবং ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শিগগিরই অন্যান্য দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ইউরোপীয় রণক্ষেত্রে যুদ্ধ শেষ হওযার পরও এশিয়া মহাদেশে আরো তিন মাস যুদ্ধ চলতে থাকে। কিন্তু ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট যথাক্রমে হিরোসিমা ও নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপের পর জাপান ১৯৪৫ সালের ১৪ আগস্ট আত্দসমর্পণ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। -মো. আশিফ হোসেন