Sunday, August 05, 2012

34th Preliminary Model Test-05


প্রশ্নঃ মধ্য প্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা পার্লামেন্ট নেই?

উত্তরঃ সৌদি আরব

প্রশ্নঃ MNLF কোন দেশের গেরিলা সংগঠন?

উত্তরঃ ফিলিপাইন

প্রশ্নঃ বর্তমান বৃটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলের নাম -

উত্তরঃ কনজারভেটিভ

প্রশ্নঃ ইউনিয়ন জ্যাক কোন দেশের পতাকার নাম?

উত্তরঃ ইংল্যান্ড

প্রশ্নঃ U.S.S.R. নামটি গৃহীত হয় -

উত্তরঃ ১৯২২ সালে

প্রশ্নঃ কমনওয়েলথ এর প্রধান -

উত্তরঃ রানী ২য় এলিজাবেথ

প্রশ্নঃ PL-480 কি?

উত্তরঃ U.S.A -এর একটি বিশেষ আইন

প্রশ্নঃ ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে?

উত্তরঃ ১৯৭৪ সালে

প্রশ্নঃ Molotov Ribbentrop Treaty কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ জার্মানী এবং U.S.S.R.

প্রশ্নঃ আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য নয়?

উত্তরঃ U.A.E.

প্রশ্নঃ CIS-এর সদর দফতর -

উত্তরঃ মিনস্ক

প্রশ্নঃ SAARC-এর সহযোগিতার ক্ষেত্র -

উত্তরঃ ১৩ টি

প্রশ্নঃ জাতিসংঘের ৫ম মহাসিচব কোন দেশের?

উত্তরঃ পেরু

প্রশ্নঃ Aslo Accord কতসালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৯৯৩ সালে

প্রশ্নঃ মানবাধিকার দিবস কোনটি?

উত্তরঃ ১০ ডিসেম্বর

প্রশ্নঃ পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ -

উত্তরঃ পরি আলোচনা

প্রশ্নঃ প্রথম বাঙালি মুসলমান কবি -

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

প্রশ্নঃ গা করা এ বাগধারাটির অর্থ -

উত্তরঃ উদ্যোগ নেওয়া

প্রশ্নঃ সনেটের কয়টি অংশ থাকে?

উত্তরঃ দুইটি

প্রশ্নঃ যদি সত্য বল তাহলে মুক্তি পাবে বাক্যটি -

উত্তরঃ জটিল বাক্য

প্রশ্নঃ চাকমা ভাষায় প্রকাশিত প্রথম বই -

উত্তরঃ ফুজিফর

প্রশ্নঃ টাইম মেশিন গ্রন্থের রচয়িতা -

উত্তরঃ শওকত ওসমান

প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা -

উত্তরঃ মুক্তি

প্রশ্নঃ বাংলা সনের প্রবর্তন হয় -

উত্তরঃ ১৫৫৬ সালে

প্রশ্নঃ প্রথম কাগজ আবিষ্কার করেন -

উত্তরঃ সাইহুন

প্রশ্নঃ কাহ্নপাদের অন্য নাম -

উত্তরঃ কৃষ্ণাচার্য

প্রশ্নঃ রামায়ণ অনুবাদকারী প্রথম মহিলা কবি -

উত্তরঃ চন্দ্রাবতী

প্রশ্নঃ উপসর্গ কোনটি?

উত্তরঃ অতি

প্রশ্নঃ সে নাকি আসবে না- এ বাক্যে না অব্যয় কী অর্থে প্রযুক্ত হয়েছে?

উত্তরঃ সংশয়

প্রশ্নঃ বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তরঃ সাত

প্রশ্নঃ ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় -

উত্তরঃ ১৯৭৪ সালে

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা সৈনিক আব্দুল মতিনকে ডক্টর অব লজ ডিগ্রী প্রদান করে -

উত্তরঃ ২০০৮ সালে

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম কোন মিশনে কাজ করে?

উত্তরঃ UNIMOG

প্রশ্নঃ পীট মাটি কোথায় পাওয়া যায়?

উত্তরঃ ফরিদপুরে

প্রশ্নঃ ফেনী নদী সীমান্ত নদী হিসাবে কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ ফেনী জেলায়

প্রশ্নঃ খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয়-

উত্তরঃ ১৯৯৩ সালে

প্রশ্নঃ ছেঁড়াদ্বীপের মোট আয়তন প্রায়-

উত্তরঃ তিন কি.মি.

প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -

উত্তরঃ বেগম রাজিয়া বানু

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় -

উত্তরঃ ১৯৭৭ সালে

প্রশ্নঃ পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?

উত্তরঃ করাচিতে

প্রশ্নঃ সন্ত্রাস দমন অধ্যাদেশ কবে জারি হয়?

উত্তরঃ ১৯৯২ সালে

প্রশ্নঃ অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?

উত্তরঃ তিনটি

প্রশ্নঃ পুলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ পর্তুগিজ

প্রশ্নঃ বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ?

উত্তরঃ জাপান

প্রশ্নঃ বঙ্গবন্ধু (যমুনা) সেতুর স্থায়িত্ব কত বছর?

উত্তরঃ ১২০ বছর

প্রশ্নঃ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -

উত্তরঃ রাজকাঁকড়া

প্রশ্নঃ Existentialism কোন বিষয়ের তত্ত্ব?

উত্তরঃ দার্শনিক

প্রশ্নঃ বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

উত্তরঃ সাভারে

প্রশ্নঃ মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

উত্তরঃ ৪টি

প্রশ্নঃ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

উত্তরঃ ক্রোমোসোম

প্রশ্নঃ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় -

উত্তরঃ মাছ

প্রশ্নঃ অ্যান্টনি ভন লিউয়েন হুক কে?

উত্তরঃ জীবাণুবিদ্যার জনক

প্রশ্নঃ বিভিন্ন কলা সমষ্টিবদ্ধ হয়ে তৈরি করে -

উত্তরঃ অঙ্গ

প্রশ্নঃ সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে -

উত্তরঃ স্বভোজী

প্রশ্নঃ আখগাছের জন্য ক্ষতিকর -

উত্তরঃ মাজরা পোকা

প্রশ্নঃ মিউকর একটি -

উত্তরঃ ছত্রাক

প্রশ্নঃ রাসায়নিক দূত হিসেবে কাজ করে -

উত্তরঃ হরমোন

প্রশ্নঃ মানুষের মুখগহ্বরে কয় জোড়া লালাগ্রন্থি আছে -

উত্তরঃ তিন জোড়া

প্রশ্নঃ নিম্নের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড -

উত্তরঃ আদা

প্রশ্নঃ মলা মাছে থাকে-

উত্তরঃ ভিটামিন- এ

প্রশ্নঃ বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?

উত্তরঃ ইনসুলিন

প্রশ্নঃ কোন্ মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

উত্তরঃ ব্রোমিন

প্রশ্নঃ কাজ করার সামর্থ্যকে বলা হয় -

উত্তরঃ শক্তি

প্রশ্নঃ কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তরঃ কালো

প্রশ্নঃ তাপের একক -

উত্তরঃ ক্যালরি

প্রশ্নঃ প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

উত্তরঃ ৩০ টাকা

প্রশ্নঃ দুইটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপর সংখ্যাটি কত?

উত্তরঃ ১০৫

প্রশ্নঃ ১ কিলোমিটার এক মাইলের কত অংশের সমান?

উত্তরঃ ০.৬২

প্রশ্নঃ কোনটি অবাস্তব সংখ্যা

উত্তরঃ t-রুট5

প্রশ্নঃ ১০০ টি পর্যবেক্ষণের গড় হলো ৪০। পরে দেখা গেলো যে ভুলে একটি পর্যবেক্ষণে ৫৩ এর জায়গায় ৮৩ হয়েছে। শুদ্ধ গড় কত?

উত্তরঃ ৩৯.৭

প্রশ্নঃ গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল। কিন্ত আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?

উত্তরঃ ৬এর ১/৪% কমেছে

প্রশ্নঃ ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ ২৫

প্রশ্নঃ যদি দুইজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে তাহলে ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে কতজন টাইপিস্ট দরকার?

উত্তরঃ ৬ জন

প্রশ্নঃ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

উত্তরঃ ২৫

প্রশ্নঃ একজন লোক ৪ ঘণ্টায় ১৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে, তাহলে ঐ একই গতিতে ৩২ কি.মি. অতিক্রম করতে কত সময় লাগবে?

উত্তরঃ ৮

প্রশ্নঃ What is the meaning of \'hang about\'?

উত্তরঃ loiter about

প্রশ্নঃ Which one of the following is abstract noun?

উত্তরঃ Childhood

প্রশ্নঃ Who is called the poet of Beauty in English literature?

উত্তরঃ John Keats

প্রশ্নঃ Do you mind if I ________ your pen.

উত্তরঃ use

প্রশ্নঃ Which was the oldest period in English literature?

উত্তরঃ Anglo-Saxon

প্রশ্নঃ Which is the antonym of the word handsome?

উত্তরঃ Ugly

প্রশ্নঃ Which one is adjective?

উত্তরঃ beautiful

প্রশ্নঃ Which one is singular?

উত্তরঃ knife

প্রশ্নঃ Which is superlative degree?

উত্তরঃ worst

প্রশ্নঃ Paper is made ________ wood

উত্তরঃ from

প্রশ্নঃ Who is the famous modern English dramatist?

উত্তরঃ G. B. Shaw

প্রশ্নঃ Elegy means

উত্তরঃ Song of lamentation

প্রশ্নঃ It is no good ____ him for help.

উত্তরঃ asking

প্রশ্নঃ Which word is collective noun?

উত্তরঃ army

প্রশ্নঃ Which is the plural form of the word mouse?

উত্তরঃ Mice

প্রশ্নঃ Bag and Baggage means-

উত্তরঃ leaving nothing behind

প্রশ্নঃ What is the antonym of cease?

উত্তরঃ Start

প্রশ্নঃ May Allah help you is a-sentence.

উত্তরঃ Optative

প্রশ্নঃ A lexicographer is a person who writes

উত্তরঃ Dictionaries

প্রশ্নঃ Hideously means

উত্তরঃ Horribly

প্রশ্নঃ বাংলা একাডেমী কয়টি বিষয়ে পুরস্কার দেয়?

উত্তরঃ সাতটি

প্রশ্নঃ বেগম সুফিয়া কামালের ডাক নাম -

উত্তরঃ হাসনা বানু

প্রশ্নঃ চালান্ন কোন সমাস?

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারায়

প্রশ্নঃ পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ পর্তুগিজ