Sunday, August 05, 2012

34th Preliminary Model Test-06


প্রশ্নঃ ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ------- পরবর্তী সংখ্যাটি কত?

উত্তরঃ ১০১

প্রশ্নঃ বার্ষিক পরীক্ষায় এক জন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টির মধ্যে ১৫ টি নির্ভুল উত্তর দিল। বাকী যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান এবং শতকরা ৭৫ ভাগ নম্বর পেলে প্রশ্নের সংখ্যা কত?

উত্তরঃ ২০

প্রশ্নঃ নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি.মি। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?

উত্তরঃ ১২ ঘন্টা

প্রশ্নঃ f(x) = x 1/x 2 হলে f(o) = ?

উত্তরঃ ধ্রুবক

প্রশ্নঃ x সংখ্যক আমের দাম y টাকা হলে x টাকায় কতটি আম পাওয়া যাবে?

উত্তরঃ x2/y

প্রশ্নঃ ৫:১৮, ৭ : ২ এবং ৩ : ৬-এর মিশ্র অনুপাত কত?

উত্তরঃ ৩৫:৭২

প্রশ্নঃ রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশী হলে, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা কত টাকা?

উত্তরঃ ২৫.৯০

প্রশ্নঃ একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?

উত্তরঃ ৪০০

প্রশ্নঃ ১২ কোন সংখ্যার ১৫০%?

উত্তরঃ ৮

প্রশ্নঃ ফারদিন ঘন্টায় ৩ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং ১৫ মিনিট বিলম্বে পৌছে। যদি সে ঘন্টায় ৪ কিলোমিটার বেগে ভ্রমণ করে তাহলে ১৫ মিনিট আগে পৌছায়। তাকে কত দূরত্ব ভ্রমণ করতে হবে?

উত্তরঃ ৩১৫/৮

প্রশ্নঃ মাশুকের দরবার কার গল্পগ্রন্থ?

উত্তরঃ এস. ওয়াজেদ আলী

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

উত্তরঃ গালিভারের সফরনামা (রম্যরচনা)

প্রশ্নঃ চর্যাপদের ভাষা রীতি-

উত্তরঃ কথ্য

প্রশ্নঃ অপরাজিতা কোন ধরনের রচনা?

উত্তরঃ উপন্যাস

প্রশ্নঃ কথোপকথন গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ উইলিয়াম কেরী

প্রশ্নঃ কহিনুর পত্রিকা কবে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৮৯৮ সালে

প্রশ্নঃ কেদার বাবু চরিত্রটি শরৎ চন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তরঃ গৃহদাহ

প্রশ্নঃ পদাবলী-র প্রথম কবি কে?

উত্তরঃ চণ্ডীদাস

প্রশ্নঃ জাতীয় সংগীত বাংলা কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৩১২ সালে

প্রশ্নঃ Folk-Iore Society কী?

উত্তরঃ লোক সাহিত্য চর্চা কেন্দ্র

প্রশ্নঃ কোনটি কাব্যগ্রন্থ?

উত্তরঃ শেষ লেখা

প্রশ্নঃ ফুল্লুরা কোন কাব্যের চরিত্র -

উত্তরঃ চন্ডিমঙ্গল

প্রশ্নঃ বাংলা সাহিত্যের বিকাশ কবে-

উত্তরঃ ১৮৫১-১৯০০

প্রশ্নঃ ১১-ই জুন বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কোন কারক-

উত্তরঃ অধিকরণ কারক

প্রশ্নঃ লম্বা দেয়া- কথাটির অর্থ কি?

উত্তরঃ পালিয়ে যাওয়া

প্রশ্নঃ কোন বানানটি সঠিক-

উত্তরঃ দ্বন্দ্ব

প্রশ্নঃ উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?

উত্তরঃ প্রত্যয় জনিত

প্রশ্নঃ দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

উত্তরঃ দুল্ না

প্রশ্নঃ যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করিলাম-এটি কোন জাতীয় বাক্য?

উত্তরঃ মিশ্র বাক্য

প্রশ্নঃ না রবে প্রাসাদগুন না হবে রসাল
অতএব কহি কথা যাবনী মিশাল- কোন কবির রচনা?


উত্তরঃ ভারত চন্দ্র রায় গুনাকর

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

উত্তরঃ ধানভাতি > ভেসালি > আরাকান > বার্মা > মায়ানমার

প্রশ্নঃ ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর চ্যান্সেলর কে ছিলেন?

উত্তরঃ প্রিন্স ম্যাক্সিমিলিয়ান

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈগার অবস্থান -

উত্তরঃ চীনে

প্রশ্নঃ ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ-এর সদস্য হলো -

উত্তরঃ আয়ারল্যান্ড

প্রশ্নঃ USA-র প্রেসিডেন্টদের মধ্যে এযাবৎকাল ইমপিচমেন্টের শিকার হয়েছেন -

উত্তরঃ ১২ জন

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন হলো -

উত্তরঃ বিখ্যাত উপন্যাস

প্রশ্নঃ এ পর্যন্ত কোন দেশে সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে?

উত্তরঃ গিনিতে

প্রশ্নঃ বর্তমানে বিশ্বে সর্বাপেক্ষা এইডস আক্রান্ত দেশ কোনটি?

উত্তরঃ সোয়াজিল্যান্ড

প্রশ্নঃ সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

উত্তরঃ পাকিস্তান

প্রশ্নঃ East Indias বলতে কোন দেশকে বুঝায়?

উত্তরঃ মালদ্বীপ

প্রশ্নঃ আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি?

উত্তরঃ আলপিঙ্গি

প্রশ্নঃ IAEA-এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ভিয়েনা

প্রশ্নঃ CIRDAP-এর বর্তমান চেয়ারম্যান কে?

উত্তরঃ সৈয়দ আশরাফুল ইসলাম

প্রশ্নঃ ১৭তম SAARC সম্মেলন কোথায় হবে?

উত্তরঃ মালদ্বীপ

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?

উত্তরঃ ড. শীলকান- শর্মা (ভারত)

প্রশ্নঃ অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্ম কে কাজে লাগানো হয়?

উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্নঃ পারমাণবিক চুল্লীতে ক্যাডমিয়াম রড কি কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ নিউট্রন শোষণ করতে

প্রশ্নঃ পাহাড়ে উঠা বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশী হয় কারণ-

উত্তরঃ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে

প্রশ্নঃ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়,কারণ-

উত্তরঃ অল্প তাপে আয়তন অনেক বেশী বৃদ্ধি পায়

প্রশ্নঃ চাঁদে কোন বিস্ফোরণ ঘটানো হলে তার শব্দ পৃথিবীতে -

উত্তরঃ মোটেই শোনা যায় না

প্রশ্নঃ মানব দেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

প্রশ্নঃ দেহকোষে অক্সিজেন বহন করে-

উত্তরঃ লৌহ

প্রশ্নঃ পেঁচা দিনে দেখতে পায় না, কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেঁচার চোখের রেটিনাতে -

উত্তরঃ রডস্-এর সংখ্যা বেশী কিন্তু কোনস্ এর সংখ্যা কম

প্রশ্নঃ কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?

উত্তরঃ ফসফরাস

প্রশ্নঃ কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

উত্তরঃ ইথাইল অ্যালকোহল

প্রশ্নঃ মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

উত্তরঃ হেস

প্রশ্নঃ অ্যালকোহলে কি আছে?

উত্তরঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন

প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

উত্তরঃ বায়ু প্রবাহের প্রভাব

প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে -

উত্তরঃ সবগুলিই

প্রশ্নঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর আবিষ্কারক হলেন -

উত্তরঃ টিম বার্ণারস-লি

প্রশ্নঃ সাবানের চেয়ে ডিটারজেন ব্যবহার করার সুবিধা হল -

উত্তরঃ ডিটারজেন্ট খর ও মুদৃ উভয় পানিতেই সমান কার্যকরী

প্রশ্নঃ স্থায়িত্ব বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয় -

উত্তরঃ নাইট্রোজেন

প্রশ্নঃ বার্ড-ফ্লুর কারণ হল -

উত্তরঃ H5N1ভাইরাস

প্রশ্নঃ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে -

উত্তরঃ ক্যালসিয়াম অক্সালেট

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ এলাকার জমির পরিমাণ -

উত্তরঃ ১০৮ একর

প্রশ্নঃ বাংলাদেশের সব থেকে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

উত্তরঃ কুসুম্বা মসজিদ

প্রশ্নঃ ফকির-সন্ন্যাসী-বিদ্রোহ হয় কত সালে?

উত্তরঃ ১৭৬৩ সালে

প্রশ্নঃ নাগরিক ও কর্মজীবীর দায়িত্ব বাংলাদেশ সংবিধানে কততম অনুচ্ছেদে বর্ণিত?

উত্তরঃ ২১ তম

প্রশ্নঃ বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্ত একমাত্র নদী -

উত্তরঃ হালদা

প্রশ্নঃ মুহম্মাদ ঘুরী ও পৃথীরাজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল -

উত্তরঃ তারাইনের প্রথম যুদ্ধ

প্রশ্নঃ তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৯৬৬ সালে ১০ জানুয়ারি

প্রশ্নঃ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন?

উত্তরঃ খন্দকার মুশতাক আহমদ

প্রশ্নঃ ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় -

উত্তরঃ ৮ জুলাই, ১৯৭২ সালে

প্রশ্নঃ বাংলাদেশের বীরত্ব পুরস্কার -

উত্তরঃ সব গুলোই

প্রশ্নঃ বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে কবে?

উত্তরঃ ১৫ জুন, ১৯৯৭

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম মহিলা বিচারপতি -

উত্তরঃ নাজমুন আরা সুলতানা

প্রশ্নঃ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ করে গঠন করা হয়?

উত্তরঃ ১৪ জুন, ২০০১ সালে

প্রশ্নঃ চা কন্যা ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তরঃ সঞ্চিত রায়

প্রশ্নঃ কাপ্তাই বাঁধ কত সালে নির্মিত হয়?

উত্তরঃ ১৯৬২ সালে

প্রশ্নঃ Whom did they accuse?Whoose the right passive voice.

উত্তরঃ Who was accused by them?

প্রশ্নঃ Nobody but you _______ present.

উত্তরঃ was

প্রশ্নঃ The letter posted by you several days ago came late.

উত্তরঃ Adjective phrase

প্রশ্নঃ I finally killed the fly _____ a rolled up newspaper.

উত্তরঃ with

প্রশ্নঃ He desisted _____ his doing this.

উত্তরঃ from

প্রশ্নঃ These days everybody complains _____ pollution.

উত্তরঃ about

প্রশ্নঃ Complete the sentence. I will phone you when I ____ the news.

উত্তরঃ get

প্রশ্নঃ Choose the best alternative to complete the sentence. A new house ___ at the corner of the road recently.

উত্তরঃ has been built

প্রশ্নঃ Choose the correct word. Selim is absent because he _____ a cold.

উত্তরঃ is having

প্রশ্নঃ The Parthenon is said _____ erected in the age of pericles.

উত্তরঃ to have been

প্রশ্নঃ The Olympic Games were watched by ____ billions of people all over the world.

উত্তরঃ Literally

প্রশ্নঃ ‘All at once’ means -

উত্তরঃ Suddenly

প্রশ্নঃ Which of the following is a correct sentence?

উত্তরঃ There goes Karim.

প্রশ্নঃ The Olympic Games were watched by ____ billions of people all over the world.

উত্তরঃ Literally

প্রশ্নঃ Taslima found it difficult to cope with the loss of her job. What is the synonym of ‘To cope with’?

উত্তরঃ Deal with

প্রশ্নঃ It is imperative that he ________ on time for the lecture.

উত্তরঃ arrive

প্রশ্নঃ Correct the antonym of the word ‘Obese’.

উত্তরঃ Slim

প্রশ্নঃ Let’s have a party, _________?

উত্তরঃ shall we

প্রশ্নঃ FORMATE : NEWSPAPER

উত্তরঃ design : building

প্রশ্নঃ The word ‘Geriatric’ means –

উত্তরঃ Old people