Sunday, August 05, 2012

34th Preliminary Model Test-09


প্রশ্নঃ I have a cow. Change the voice. 

None of these 

প্রশ্নঃ The synonym of the word ‘encounter’ is— 

baffle 

প্রশ্নঃ The baby _____ because it is hungry now. 

is crying 

প্রশ্নঃ Would you mind having a cup of tea is a sentence in- 

Future tense 

প্রশ্নঃ Jealousy is- 

a noun 

প্রশ্নঃ The best word stands for abstract noun is – 

Beauty 

প্রশ্নঃ Choose the word which is most nearly similar in meaning of mirage- 

illusion 

প্রশ্নঃ Which sentence is correct? 

She told us to read the questions carefully 

প্রশ্নঃ Your conduct admits _____ no excuse 

of 

প্রশ্নঃ Which one is correct? 

Diarrhoea 

প্রশ্নঃ Which sentence is the example of verbal noun? 

The writing of a good letter is difficult 

প্রশ্নঃ Instead of read we can say- 

go through 

প্রশ্নঃ When your plane ______, please call me. 

arrives 

প্রশ্নঃ The candidates turned _____ of the interview. 

up 

প্রশ্নঃ The synonym for brazen– 

shameless 

প্রশ্নঃ When water — it turns into ice. 

freezes 

প্রশ্নঃ When I saw her leaving in a hurry, I _____ her where she was going– 

asked 

প্রশ্নঃ Protagonist indicates – 

The leading character of actor in a play 

প্রশ্নঃ Who is the poet of the poem- Elegy Written in a Country Churchyard? 

Cray 

প্রশ্নঃ He prayth best who loveth best, All things both great and small —Who told it? 

Coleridge 

প্রশ্নঃ এক ব্যক্তি ৬০ মিটার দূরত্ব ১ কি.মি./ঘন্টা বেগে গিয়ে ৪ কি.মি./ঘন্টা বেগে পূর্বের স\'ানে ফিলে আসে। ঐ ব্যক্তির গড় গতিবেগ কত? 

১.৬ কি.মি./ঘন্টা 

প্রশ্নঃ 6x – y = 1 এবং – 6x 5y = 7 হলে (x, y) এর মান কত? 

(1/2, 2) 

প্রশ্নঃ (x4)4/x9= কত? 

x7 

প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের একবাহু ২০% বাড়ালে ক্ষেত্রফল বাড়বে - 

৪৪% 

প্রশ্নঃ সমকোণী ত্রিভূজের বাহুগুলোর অনুপাত কোনটি? 

৩:৪:৫ 

প্রশ্নঃ বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের - 

অর্ধেক 

প্রশ্নঃ ৫টি বিড়াল ৫টি ইদুর ধরতে ৫ মিনিট সময় নেয়। ১০০টি বিড়াল ১০০টি ইদুর ধরতে কত সময় নেবে? 

৫ মি. 

প্রশ্নঃ একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ২০ এবং ৩০ মিনিট পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

১২ মিনিটে 

প্রশ্নঃ ৩, ৫, ৬, ৩, ৯, ১, ১২ - ? 

-১ 

প্রশ্নঃ একটি ঘোড়া ও একটি গরুর প্রতিটি ১২০০০ টাকা বিক্রয় করা হল। ঘোড়াটিতে ২০% ক্ষতি এবং গরুটিতে ২০% লাভ হল। এতে মোট কত টাকা লাভ কিংবা ক্ষতি হল? 

১০০০ টাকা ক্ষতি 

প্রশ্নঃ বিখ্যাত সোফিয়া মসজিদটি অবস্থিত - 

তুরস্কে 

প্রশ্নঃ UNICEF এর সদর দফতর - 

নিউইয়র্ক 

প্রশ্নঃ African National Congress এর জন্ম কতসালে - 

১৯১২ সালে 

প্রশ্নঃ ফকল্যান্ড দ্বীপ নিয়ে অর্জেন্টিনা- U.K যুদ্ধ হয়েছিল - 

১৯৮২ সালে 

প্রশ্নঃ AU-এর সদর দফতর - 

আদ্দিস আবাবা 

প্রশ্নঃ উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? 

আফ্রিকা 

প্রশ্নঃ ICRC এর সদর দফতর কোথায়? 

জেনেভা 

প্রশ্নঃ UPEACE কোথায় অবস্থিত? 

সানজোসে 

প্রশ্নঃ বাংলাদেশ কতসালে HANA চুক্তি স্বাক্ষর করে? 

১৯৯৮ সালে 

প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভোট প্রদানকারী রাষ্ট - 

চীন 

প্রশ্নঃ ম্যাগনাকার্টা কখন স্বাক্ষরিত হয়? 

১২১৫ সালের ১৫ জুন 

প্রশ্নঃ দি রোড টু মক্কা বইয়ের লেখক - 

আহমদ দিদাত 

প্রশ্নঃ বারাক ওবামা কোন অঙ্গরোজ্যের সিনেটর ছিলেন? 

ইলিনয় 

প্রশ্নঃ ESCAP-এর সদর দফতর - 

ব্যাংকক 

প্রশ্নঃ তরল পদার্থের ঘনত্ব কিসের সাহায্যে পরিমাপ করা হয়? 

হাইড্রোমিটার 

প্রশ্নঃ যে কম্পিউটারে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা পরিমাপ করতে পারে, তাকে বলা হয় - 

অ্যানালগ কম্পিউটার 

প্রশ্নঃ রেঞ্জ ফাইডার ব্যবহৃত হয় কী জন্য? 

ভূমি জরিপে 

প্রশ্নঃ পশমি বস্ত্র ঠান্ডা পানি দ্বারা ধুলে কী হয়? 

শক্ত 

প্রশ্নঃ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কোন ধরণের খাবার খাওয়া প্রয়োজন? 

ভিটামিনজাতীয় 

প্রশ্নঃ পায়ের গোঁড়ালি ফেটে গেলে কী দিতে হয়? 

গ্লিসারিন 

প্রশ্নঃ কোন রং মনে শক্তিসঞ্চার করে? 

লাল 

প্রশ্নঃ আবর্জনা, খড়, ছন, পাতা ইত্যাদি দিয়ে বীজতলা ঢেকে দেওয়াকে কী বলে? 

মালচিং 

প্রশ্নঃ স্বাদু পানিতে কোন চিংড়ির চাষ করা হয়? 

গলদা 

প্রশ্নঃ কুকুরে কামড়ানোর কত দিন পর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়? 

৭-১০ দিন 

প্রশ্নঃ ফাইওমি কোন দেশের মুরগি? 

মিসর 

প্রশ্নঃ গাছের কলম করা এবং কাটা-ছাঁটার যন্ত্র - 

বাডিং নাইফ 

প্রশ্নঃ উৎফল (এল-৫) একটি স্থানীয় উন্নত জাতের কোন খাদ্য শস্যের নাম? 

ডাল 

প্রশ্নঃ ওজোন গ্যাসের রং কী? 

গাঢ় নীল 

প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে? 

চীনে 

প্রশ্নঃ সাগরের কোন এলাকা সবচেয়ে বেশি মাত্রায় দূষিত? 

তীরবর্তী 

প্রশ্নঃ আকাশে বজ্রপাত হলে প্রথমে বুঝবে? 

বধির ব্যক্তি 

প্রশ্নঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় - 

সূর্যগ্রহণ 

প্রশ্নঃ কোথায় সাঁতার কাটা সহজ? 

সাগরে 

প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - 

শুশুক 

প্রশ্নঃ বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনারের নাম- 

স্টিফেন নিকোলাস ইভান্স 

প্রশ্নঃ সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত? 

২০ মিটার 

প্রশ্নঃ বাংলাদেশের পূর্বের থানা কোনটি? 

থানচি 

প্রশ্নঃ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? 

প্রতিরক্ষা 

প্রশ্নঃ নিচের কোন নদীটি ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে? 

রূপসা 

প্রশ্নঃ দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? 

নরসিংদীতে 

প্রশ্নঃ আদমজী পাটকল বন্ধ হয়ে যায় কোন সালে? 

২০০২ সালে 

প্রশ্নঃ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় - 

বিঝু 

প্রশ্নঃ সংবিধানের কত অনুচ্ছেদে শিক্ষার কথা বলা হয়েছে? 

১৭ 

প্রশ্নঃ হরিপুরে তেল আবিস্কার হয় - 

১৯৮৬ সালে 

প্রশ্নঃ কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 

১৮ কিমি. 

প্রশ্নঃ মংলা সমুদ্রবন্দর কবে প্রতিষ্ঠিত হয়? 

১৯৫০ সালে 

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে কয়টি বিভাগ রয়েছে? 

১১ টি 

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে দেশে আনা হয় - 

১৯৭৪ সালে 

প্রশ্নঃ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয় ১৯৫৮ সালের - 

৭ অক্টোবর 

প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র নৌ সেক্টর কোনটি? 

১০ নম্বর সেক্টর 

প্রশ্নঃ একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 

৫ টি 

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কোন সময়কে চৈতন্য যুগ বলা হয়? 

১৫০০-১৭০০ 

প্রশ্নঃ চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য রয়েছে? 

৬ টি 

প্রশ্নঃ মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে? 

কবীন্দ্র পরমেশ্বর 

প্রশ্নঃ শূন্যপূরাণ গ্রন্থ রচয়িতা কে? 

রামাই পণ্ডিত 

প্রশ্নঃ চর্যার মহিলা কবি হিসাবে পরিচিত কে? 

কুক্কুরী পা 

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 

১০ টি 

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কখন? 

১৮০১ সালে 

প্রশ্নঃ ভবিষ্যতের বাঙ্গালী কার লেখা? 

এস, ওয়াজেদ আলী 

প্রশ্নঃ কল্লোল পত্রিকার সম্পাদক কে? 

দীনেশ রঞ্জন 

প্রশ্নঃ নরকে লাল গোলাপ কোন ধরণের গ্রন্থ? 

নাটক 

প্রশ্নঃ জলে কুমির থাকে- কোন কারকে কোন বিভক্তি? 

অধিকরণে ৭মী 

প্রশ্নঃ সঞ্চয়িতা কাব্যের রচয়িতা কে? 

রবীন্দ্রনাথ ঠাকুর 

প্রশ্নঃ কাজী নজরুলের প্রথম উপন্যাস কোনটি? 

বাঁধন হারা 

প্রশ্নঃ মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 

৭ টি 

প্রশ্নঃ জায়মঙ্গল উপন্যাসের রচয়িতা কে? 

শামসুদ্দীন আবুল কালাম 

প্রশ্নঃ সংস্কৃতির ভাঙ্গা সেতু কার রচনা? 

আখতারুজ্জামান ইলিয়াস 

প্রশ্নঃ পুরুষসিংহ কোন সমাস? 

উপমিত কর্মধারয় 

প্রশ্নঃ যে নারীর একটি মাত্র সন্তান হয়েছে - এক কথায় তাকে কী বলে? 

কাকবন্ধ্যা