Tuesday, August 07, 2012

Model Test-01


মডেল টেস্ট-১
১. কুমিল্লায় শ্রীকাইলে অনুসন্ধান কূপ খনন করে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে কোন প্রতিষ্ঠান?
(ক) শেভরন (খ) বাপেক্স (গ) তাল্লো (ঘ) পেট্রোবাংলা
২. অলিম্পিক ২০১২ সালের মাসকট-এর নাম কী?
(ক) এলিয়েন (খ) ওয়েনলক (গ) গিল্ডরোজ (ঘ) গানেকো
৩. ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ কী?
(ক) একটি সংবাদ সংস্থা (খ) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
(গ) একটি সাইবার ক্যাফে (ঘ) একটি গবেষণা প্রতিষ্ঠান
৪. ‘পার্থেনিয়াম’ কী?
(ক) ঘাতক আগাছা উদ্ভিদ (খ) খনিজ পদার্থ
(গ) বিষাক্ত গ্যাস (ঘ) বিখ্যাত গবেষণাগার
৫. ২০১২ সালে ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন কে?
(ক) ড. মুহাম্মদ ইউনূস (খ) লতিফুর রহমান
(গ) ফজলে হাসান আবেদ (ঘ) সৈয়দা রিজওয়ানা হাসান
৬. CYCAS-এর বীজ কেমন হয়?
(ক) আবৃত (খ) অনাবৃত (গ) বহুবৃত (ঘ) বর্ষবৃত
৭. ভাইরাসের বসতি কোনটি?
(ক) সজীব দেহকোষ (খ) নির্জীব দেহকোষ (গ) বাতাসে (ঘ) পানিতে
৮. NAVICULA-এর কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
(ক) দুটি ভাল্ব (খ) দুটি কপাটিকা (গ) দুটি প্রাচীর (ঘ) দুটি দরজা
৯. ‘ব্যাসিলারিওফাইটার’-এর সাধারণ নাম কী?
(ক) ডায়াটম (খ) সায়াটম (গ) ক্রোমাটম (ঘ) মিথোটম
১০. ছত্রাক কী ধরনের জীব?
(ক) মৃতজীবী (খ) পরজীবী (গ) মিথোজীবী (ঘ) সমৃতজীবী
১১. নিউট্রনের কোনো চার্জ নেয়। তথ্যটি কী ধরনের?
(ক) মিথ্যা (খ) সত্য (গ) নিরপেক্ষ (ঘ) আংশিক সত্য
১২. কোষের সমবায় প্রধানত কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১৩. তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের কোন দিকে যায়?
(ক) ক্যাথোডের ওপরে (খ) পেছনে
(গ) নিচে (ঘ) ক্যাথোডের দিকে
১৪. পারমাণবিক ভর/যোজ্যতা সমান কী হবে?
(ক) যোজন (খ) রাসায়নিক তুলাঙ্ক
(গ) যোজ্যতা (গ) ফ্যারাডের যোজ্যতা
১৫. রুপার তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক কত?
(ক) 1.21×10-6 kg (খ) 2.26×10-6 kg
(গ) 1.118×10-6 kg C-1 (ঘ) 2.26×10-7 kg
১৬. জার্মেনিয়ামের প্রকৃত ধর্ম কোনটি?
(ক) উজ্জ্বল ধাতু (খ) বর্ণ সাদা
(গ) লাল আভাযুক্ত (ঘ) ধূসর আভা যুক্ত
১৭. মোলার দ্রবণের আয়তন কোন এককে প্রকাশ করা হয়?
(ক) মিটার (খ) লিটার (গ) জিওটার (ঘ) জুল
১৮. প্রমাণ অবস্থায় 1.7 gm অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
(ক) 2.23L (খ) 2.24L (গ) 2.25L (ঘ) 2.26L
১৯. উভমুখী বিক্রিয়াটি কেমন?
(ক) সম্পূর্ণ (খ) অসম্পূর্ণ (গ) জারক (ঘ) বিজারণ
২০. CH3CO2C2H5-এর নাম কী?
(ক) বেনজিনো হেক্সেন (খ) হেক্সেন
(গ) ইথাইল ইথানোয়েট (ঘ) বেনজিনো অ্যালকেন
২১. মানুষের বর্গ কোনটি?
(ক) Primates (খ) Mammalia
(গ) Hominoidea (ঘ) Vertebrata
২২. কোনটি বহুবচন (Plural number)?
(ক) অ্যালভিওলাস (খ) অ্যালভিলাস
(গ) অ্যালভিওলাই (ঘ) অ্যালভিলাম
২৩. বহিঃশ্বসনের অপর নাম কী?
(ক) ভেন্টিলেশন (খ) প্রচ্ছেদন
(গ) কোষীয় শ্বসন (ঘ) অন্তঃশ্বসন
২৪. অন্তঃশ্বসনকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (গ) ৫টি
২৫. কলাকোষ থেকে তৈরি হওয়া CO2 শিরা রক্তের সাহায্যে কোথায় যায়?
(ক) বৃক্কে (খ) হূৎপিণ্ডে (গ) ফুসফুসে (গ) কৈশিক জালিকায়।

সঠিক উত্তর
১। খ ২। খ ৩। খ ৪। ক ৫। খ ৬। ক ৭। ক ৮। ক, খ ৯। ক ১০। ক, খ, গ ১১। খ ১২। ক ১৩। ঘ ১৪। খ ১৫। গ ১৬। ক, খ, ঘ ১৭। খ ১৮। খ ১৯। খ ২০। গ ২১। ক ২২। গ ২৩। ক ২৪। খ ২৫। গ।