Tuesday, March 13, 2012

11th BCS Preliminary Question


Back                                                                                                                                                  
11th BCS Preliminary Question (91-100) 




91.  মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসয়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয়- 
      পরমানু 
      ইলেকট্রন
      অনু
      প্রোটন
92.  সমুদ্র স্রোতের অন্যত্তম কারণ- 
      বায়ু প্রবাহের প্রভাব
      সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
      সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
      সমুদ্রের ঘূনিঝড়
93.  কাজ করার সামর্থকে বলে- 
      ক্ষমতা
      কাজ 
      শক্তি 
      বল
94.  রংধনু সৃষ্টির বেলায় পানির কনাগুলো- 
      দর্পনের কাজ করে
      প্রিজমের কাজ করে 
      আতোষী কাচের কাজ করে 
      লেন্সের কাজ করে
95.  কাচ তৈরির প্রধান কাচামাল হলো- 
      জিপশাম 
      বালি
      সাজি মাটি
      চুনাপাথর
96.  কম্পিউটার সফটওয়ার বলতে কি বুঝানো হয়- 
      এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
      তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশ বিশেষ
      যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
      কম্পিউটার তৈরির নক্সা
97.  মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে- 
      ওয়েভ গাইডের মধ্য দিয়ে
      ভূম ও আয়োনেস্ফেয়রের মধ্যে প্রতিফলন হতে হবে
      বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
      খোলামেলা যায়গার মধ্য দিয়ে সরল রেখায়
98.  মানুষের ক্রমজোমের সংখ্যা কত? 
      ২৪ জোড়া 
      ২৬ জোড়া
      ২৩ জোড়া
      ২৫ জোড়া
99.  সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে- 
      ট্যান্সফরমার 
      জেনারেটর
      স্টোরেজ ব্যাটারী
      ক্যাপাসিটার
100.  বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ- 
      একই হয়
      বেশি হয়
      কম হয়
      খুব কম হয় 



Back   

No comments:

Post a Comment

Thanks for visiting.