Saturday, March 17, 2012

24th BCS Preliminary Question


46.  জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি?
      অরন্য
      পর্বত
      স্থাবর
      সমুদ্র
47.  উৎকর্ষতা কি কারনে অশুদ্ধ?
      সন্ধি জনিত
      প্রত্যয় জনিত
      বিভক্তি জনিত
      উপসর্গ জনিত
48.  তুমি না বলেছিলে আগামীকাল আসবে ? এখানে না এর ব্যবহার কোন অর্থে?
      না-বাচক
      হ্যাঁ বাচক
      প্রশ্নবোধক
      বিস্ময় সূচক
49.  কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
      মৃত্যুক্ষুধা
      আলেয়া
      ঝিলিমিলি
      মধুমালা
50.  ’মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
      কাব্য
      নাটক
      উপন্যাস
      প্রবন্ধ
51.  কোনটি ঠিক?
      বহিপীর (নাটক)
      কাঁদো নদী কাঁদো (কাব্য)
      মহাশ্মশান (নাটক)
52.  কার মাথায় হাত বুলিয়েছো’ এখানে মাথা’ শব্দের অর্থ –
      স্বভাব নষ্ট করা
      স্পর্ধা বাড়া
      ফাঁকি দেওয়া
      কোন উপায়ে
53.  শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল?
      পথের দাবী
      নিষ্কৃতি
      চরিত্রহীণ
      দত্তা
54.  কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলি?
      আশা আকাঙ্খার সমার্থনে
      ভবিষ্যতের বাঙালী
      উন্নত জীবন
      সভ্যতা
55.  নিত্য মূর্ধন্য-ষ কোন অর্থে বর্তমান?
      কষ্ট
      উপনিষৎ
      কল্যাণীয়েষু
      আষাঢ়
56.  ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” বলেছেন-
      রবীন্দ্রনাথ ঠাকুর
      কাজী নজরুল ইসলাম
      বলাইচাদ মুখোপাধ্যয়
      প্রমথ চৌধুরি
57.  অক্ষির সমীপে’ এর সংক্ষেপন হল-
      সমক্ষ
      প্রত্যক্ষ
      পরক্ষ‌
      নিরপেক্ষ
58.  উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
      অব্যয় ও শব্দাংশ
      ণতুন শব্দ গঠনে
      উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে
      ভিন্ন অর্থ প্রকাশে
59.  তুমি এতক্ষন কি করেছো’-এই বাক্যে ‘কি’ কোন পদ?
      বিশেষন
      অব্যয়
      সর্বনাম
      ক্রিয়া
60.  আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’।এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
      কতৃকারকে সপ্তমী
      কর্মকারকে সপ্তমী
      অপাদানে সপ্তমী
      অধিকরনকারকে সপ্তমী 

No comments:

Post a Comment

Thanks for visiting.