Saturday, March 17, 2012

24th BCS Preliminary Question


31.  
      ২৫৫৬
      ২৫৬৫
      ২৫৬৪
      ৫৪৫৬
32.  এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল;ক্রেতা ঐ দ্রব তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রি করল।শেষ বিক্রয় মূল্য কত ছিল?
      ১২৮০
      ১২৮১
      ১৩১০
      ১৩১১
33.  চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের দাম এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেল?
      ২০%
      ২৫%
      ১৬%
      ১৮%
34.  কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
      ৭৭/১৪৩
      ১০২/২৮৯
      ১১৩/৩৫৫
      ৩৪৩/১০০১
35.  এক ব্যক্তি তার মোট সম্পত্বির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্বির মূল্য কত?
      ২০০০ টাকা
      ২৫০০ টাকা
      ২৩০০ টাকা
      ৩০০০ টাকা
36.  একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ ৫,৬,৭ মিটার।নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
      ১৬ বর্গমিটার
      ১৫ বর্গমিটার
      ১৭ বর্গমিটার
      ১৪ বর্গমিটার
37.  ৯,৩৬,৮১,১৪৪........এর পরবর্তী সংখ্যাটি কত?
      ১৬৯
      ২২৫
      ২৫৬
      ২৭২
38.  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
      ৭০ মিটার
      ৭৫ মিটার
      ৮০ মিটার
      ৯০ মিটার
39.  x+y=7 এবং xy=10 হলে (x-y)² এর মান কত?
      3
      9
      6
      12
40.  
      (x+3)(2x-5)
      (x-3)(2x-5)
      (x-3)(2x-5)
      (x+3)(2x+5)
41.  বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন?
      সুনীতি কুমার চট্টোপাধ্যয়
      সুকুমার সেন
      মুহাম্মদ শহীদুল্লাহ
      মুহাম্মদ এনামুল হক
42.  রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
      শেষের কবিতা
      বলাকা
      ডাকঘর
      কালন্তর
43.  কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ধুমকেতু কোন ধরনের প্রকাশনা?
      কবিতা
      পত্রিকা
      উপন্যাস
      ছোটগল্প
44.  জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?
      রাখালী
      সোজন বাদিয়ার ঘাট
      নকশী কাথার মাঠ
      বালুচর
45.  রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
      হাসান হাফিজুর রহমান
      জহির রায়হান
      শহিদুল্লাহ কায়সার
      আনোয়ার পাশা 

No comments:

Post a Comment

Thanks for visiting.